রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫৭
১০২৫
পরে নিলে সোনার কাঁকন কনকবরন ওই হাতে
সবার দৃষ্টি পড়ত তখন পারতে না তা আটকাতে।
তখন,করত যদি প্রশ্ন ভ্রমর, 'কে কার অলংকার?'
মৌনতারই ধমকে খেয়ে জবাব দিতে দৃকপাতে।
১০২৬
স্নেহ আদর পাবেই শিশু হবে না সে বঞ্চিত
জননীদের বুকের ভিতর সর্বদা রয় সঞ্চিত।
বিচার্য নয় ওই শিশুটি আপনার না তা পরের
এই গুণাগুণ সকল নারীর জন্মলগ্নেই অর্জিত।
১০২৭
ওরা গরম দেখাবেই তো ওদের কত ক্ষমতা
কত অস্ত্র মজুত ওদের সিঁটিয়ে থাকে জনতা।
মাথা নোয়ায় বাধ্য হয়েই সিন্ডিকেটকে বেজায় ভয়
প্রশাসনের মদত পিছে, ভদ্রতা নেই নম্রতা।
১০২৮
তৃষাতুর দীন মুসাফিরকে কে বা দেবে একটু জল
এসব কথা ভাবছি যখন উঠল বেজে পায়ের মল।
কুঁজো থেকে জল ঢেলে দেয় সুন্দরী এক রমণী
নারী-হৃদয় অতলস্পর্শ হাতড়ে বেড়াই কোথায় তল।
© অজিত কুমার কর