রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫৬
১০২১
ভালোবাসায় চিড় ধরলে বাসা বাঁধে অবিশ্বাস
ভিতর থেকে বেরোয় তখন ঘনঘন দীর্ঘশ্বাস।
কাচের চুড়ি ভেঙে গেলে জুড়ে দেওয়া যায় না আর
শূন্যতা গ্রাস করে তখন সারা সময় হাহুতাশ।
১০২২
বাগিচায় ফুল ফুটলে আসে মউপিয়াসী মৌটুসি
ওকে দেখার সুযোগ মেলে তখন এ মন হয় খুশি।
মধুপানের জন্য ওড়ে এ ফুল থেকে ও ফুলে
আমরাও তো ছেলেবেলায় কল্কেফুলের মউ চুষি।
১০২৩
নারী কোথাও পিছিয়ে নেই নিপুণভাবে সব করে
যেমন চালায় উড়োজাহাজ সংসারেরও হাল ধরে।
চাষের কাজে হাত লাগাতে পতির সাথে যায় মাঠে
কঠিন শ্রমের পরও হাসি লেগেই থাকে অধরে।
১০২৪
মনুষ্যত্ববিহীন যেজন সে তো অমানুষই হয়
প্রাণ আছে তাই সজীব শুধু তা ছাড়া আর কিছুই নয়।
গঠনমূলক কোনও কাজেই তাই থাকে না অবদান
জন্মেছে সে মৃত্যু হবেই রইবে না তাঁর পরিচয়।
© অজিত কুমার কর