রুবাইয়াৎ-ই-আজিত কুমার ২৫৫

১০১৭
ভ্রু-কুঞ্চনে বুঝতে পারি ছবিটা নয় পছন্দ
গাত্রবর্ণ ভ্রমরকালো তাই দেখে কী আনন্দ!
মাটিতে ফেল না সখী ফেলতে পার নদীতে
ছবি থেকে বেরোয় না তো জমে থাকা সুগন্ধ।

১০১৮
যুদ্ধ বিমান ফেলছে বোমা ঘর ছেড়েছে রাত্রে তাই
তিন প্রজন্ম এখন পথে কোথায় একটু মিলবে ঠাঁই।
দিদার মাথায় বাঁচার রসদ নাতিনাতনি খচ্চরে
মা রয়েছে পিছনে ওর দুশ্চিন্তার অন্ত নাই।

১০১৯
ছলাৎ ছলাৎ ছলকে পড়ে কলশি থেকে যখন জল
একই তালে বাজতে থাকে নীলনয়নার পায়ের মল।
হৃদয় তখন উথালপাতাল পলকবিহীন দুই নয়ন
দাউ দাউ দাউ জ্বলতে থাকে নিভে না তো এই অনল।

১০২০
প্রতি বছর শীতের সময় শুরু ওদের সম্মেলন
প্রজাপতির রং লাগে গা'য় সবুজ তো নয় তখন বন।
এমন দৃশ্য দেখতে গেলেই রং পেয়ে যায় দর্শকও
ও রং যাতে না ফিকে হয়ে তাকিয়ে থাকে অনেকক্ষণ।

© অজিত কুমার কর