রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫৪
১০১৩
প্রখর রোদে প্রাণ হাঁসফাঁস ঘর্ম ঝরে অনর্গল
তখন তুমি বাড়িয়ে দিলে গেলাসভরা ঠান্ডা জল।
প্রাণ ফিরে পাই তোমার কৃপায় রক্ষা পেলাম এ যাত্রায়
তুমি আছ বলেই আছে এই পৃথিবী আজ সচল।
১০১৪
পরিস্থিতি বদলে দিতে শিশুর হাসির নেই জুড়ি
সবাই তখন হেসে ওঠে হয় না দিতে সুড়সুড়ি।
এক লহমায় সব ভুলে যায় খুশির স্রোতে ভাসায় গা
উৎসাহ পায় হাসে হাসায় ভাল্লাগে ওর তুত্তুড়ি।
১০১৫
কী ক্ষমতা আছে আমার তাঁর ইচ্ছেতেই হচ্ছে সব
অক্ষরজ্ঞান সবেমাত্র যাচ্ছি করে প্রভুর স্তব।
অল্প পুঁজি নিয়েই চলে আমার রুবাই রচনা
স্মরণ করলে প্রেরণা পাই চক্ষু মুদে রই নীরব।
১০১৬
কিছু দৃশ্য দেখার পরেই বলতে হবেই চমৎকার
মনের কোণে জমা ব্যথার তখন হদিস পাই না আর।
মন ক্যামেরায় ধরে রাখি যাতে তা না হারিয়ে যায়
বিষণ্ণতায় দেখব খুলে মন ভরাবে ওর বাহার।
© অজিত কুমার কর