রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫৩
১০০৯
পাখির মতোই জুটি বেঁধে কাটাতে চাই এই জীবন
হন্যে হয়ে খুঁজে বেড়াই পেলাম না তো ফুল তেমন।
ওরা কেমন পায় সহজে মহানন্দে কাটায় কাল
কে জানাবে পাব কোথায় খুব ছোটো নয় এই ভুবন।
১০১০
কাঠফাটা রোদ প্রচন্ড তাপ চলছে অবগাহন স্নান
সরোবরের শীতল জলে জুড়িয়ে গেল সবার প্রাণ।
উঠতে কী আর ইচ্ছে করে তবুও তো উঠতে হয়
গল্পগুজব চলছিল বেশ দেরি হলেই অলির মান।
১০১১
মায়ের সাথে লুকোচুরি খেলতে লাগে বেশ আমার
আড়াল থেকে দিচ্ছি টুকি মা তো দেখতে পায় না আর।
মিনিট কয়েক নীরব দেখে ডাক পাড়ে, 'আয়, সামনে আয়'
যদি তখন সামনে না যাই চিন্তা বেড়ে যাবেই মা'র।
১০১২
শিশু ঘুমায় মা জেগে রয় বিপদের আর নেইকো ভয়
ঝড়ঝঞ্ঝায় উঠলে তুফান জাহাজ খোঁজে পোতাশ্রয়।
এমন করেই সব জননী আগলে রাখে আপন ধন
স্বর্গ মর্ত্য থেকেও তাই সেরা বলেই গণ্য হয়।
© অজিত কুমার কর