রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৫০
৯৯৭
মাছরাঙা-বক মাছ না পেলে মৃত্যু হবে বুভুক্ষায়
জলের ওপর ফাঁদ পেতেছ নিন্দনীয় অভিপ্রায়।
কয়েকটা মাছ খেলে ওরা ব্যবসাতে কী খুব ক্ষতি!
একটু দরাজ হতেই পার ওরাও খেয়ে বাঁচতে চায়।
৯৯৮
ধানের বোঝা মাথায় নিয়ে যখন আসে খামারে
রুমঝুমঝুম ধানের শব্দ মোহিত করে আমারে।
বোঝা ফেললেই মেলে দর্শন হাস্যমুখে কিষানির
সমস্ত ধান ঝাড়া হলেই তুলবে দুজন হামারে।
৯৯৯
দুঃখ তাদের জীবনসাথি পথেই যাদের আস্তানা
পুলিশ এলে উঠতে বাধ্য ধুলায় মেশে ঘরখানা।
কোথায় যাবে আবার ওরা ডেরা বাঁধে ফুটপাতে
তুমি তো সব দেখছ দয়াল ওদের কান্ডকারখানা।
১০০০
আমি চলে গেলেও আমার রুবাই রইবে জীবন্ত
এটা ভেবেই যাচ্ছি লিখে মনকাননে বসন্ত।
জীবনের রং ফুরিয়ে গেলে আসবে নেমে অন্ধকার
আর দেরি নেই পড়ন্ত রোদ উঠবে রেঙে দিগন্ত।
© অজিত কুমার কর