রুবাইয়াত-ই-আজিত কুমার ২৪৮

৯৮৯
স্বপ্ন দেখতে ভালোবাসি দেখতেও চাই আজীবন
বেশিরভাগ তো জেগেই দেখি সঞ্জীবিত তখন মন।
স্বপ্ন দেখেই ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করি
রূপায়নে ব্যস্ত থাকি সিদ্ধ না হয় যতক্ষণ।

৯৯০
যার থাকে না নৈতিকতা সে কখনও মানুষ নয়
জড়ের মতোই জীবনযাপন একেই বলে অবক্ষয়।
এই সমাজের বোঝা ওরা যেন আবর্জনার স্তূপ
স্বার্থান্বেষী কূপমণ্ডূক এটাই ওদের পরিচয়।

৯৯১
কী করে হয় এমন সাহস গানের ভাষা বদলাবার
নিন্দা করার পাইনি ভাষা গাইল যেসব কুলাঙ্গার।
রবীন্দ্রনাথ কাজি নজরুল থাকলে বেঁচে দুখ পেত
এটা ঘৃণ্য গর্হিত কাজ, করতে পার অস্বীকার।

৯৯২
সুতো বা ফুল নেই দরকার মালায় থাকে বর্ণ-রা
তাতেই সুবাস ছড়িয়ে পড়ে প্রজাপতি দেয় ধরা।
কবিতা ও ছড়াতে পায় পাঠক অপার আনন্দ
চিত্তে বহে খুশির ধারা রয় না কিছুই অধরা।

© অজিত কুমার কর