রুবাইয়াত-ই-অজিত কুমার ২৪৭
৯৮৫
ব্রহ্মাণ্ডের রহস্যভেদ করা মোটেও সহজ নয়
মহাশূন্যে কী কী আছে জানি কিছু, শেষ না হয়।
আর কী কোথাও প্রাণ রয়েছে মিলবে কী এর সদুত্তর
অনুসন্ধান করছে মানুষ আসবে কবে সেই সময়।
৯৮৬
মন রাঙাতে রং লাগে না দেখা পেলেই হয় রঙিন
দুটি প্রাণই বোবা তখন, পুলক জাগে অন্তহীন।
বিদায়কালে রং উবে যায় বিষণ্ণতা গ্রাস করে
আবার কবে মিলবে দেখা একা একাই গুনবে দিন।
৯৮৭
জলোচ্ছ্বাসে যাচ্ছি ভেসে দিইনি ছেড়ে তোমার হাত
ঘূর্ণাবর্তের রুদ্রমূর্তি নামল প্রলয় অকস্মাৎ।
ঝাউগাছটাই বাঁচিয়ে দিল বাড়িয়ে দিয়ে একটি ভাল
ললাটলিখন এটাই ছিল নেমে এলাম তখন রাত।
৯৮৮
বাঁচার রসদ না জোগালে কেমনে বাঁচে সৃষ্ট জীব
সৃষ্টি-স্থিতি-প্রলয় তুমি, তুমি সুন্দর তুমিই শিব।
নিঃস্ব করেই পাঠিয়েছ, তাতে তেমন দুঃখ নেই
অকালবর্ষণ কাঁদিয়ে দিল, আমরা যারা খুব গরিব।
© অজিত কুমার কর