রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪৬

৯৮১
সূর্যালোকে ঝিকিরমিকির সোনারবরন আমন ধান
শিশিরকণার হাসির শব্দ শুনতে পাবে পাতলে কান।
শিষের ওপর পাখির নাচন দেখে আমি নিষ্পলক
প্রাকৃতিক এই দৃশ্যাবলী জুড়িয়ে দিল আমার প্রাণ।

৯৮২
কে বলেছে তুমি মৃত মুছে গেছে তোমার নাম
বিপ্লবীরা অবিনশ্বর, তুমি অমর ক্ষুদিরাম।
তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে ভারতবাসী রোজ
ভারতবর্ষ স্বাধীন এখন পুরল তোমার মনস্কাম।

৯৮৩
খাতার পাতায় নিত্য করি বর্ণমালার বীজ বপন
প্রতীক্ষাতে থাকি আমি সুগন্ধি ফুল পাই কখন।
রবীন্দ্রনাথ-নজরুল নেই, কে ধরাবে কোথায় ভুল
রোজ যা ফোটে সে ফুল দিয়েই করি শ্রদ্ধা নিবেদন।

৯৮৪
এই যে আমি লিখছি রুবাই সবই তোমার প্রেরণায়
বঙ্গানুবাদ পাঠ করেছি তাই থাকে না অন্তরায়।
কেমন লিখছি সবই জান, তুমি সর্বশক্তিমান
শেষ অবধি লিখে যাব বসে তোমার ছত্রছায়।

© অজিত কুমার কর