রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪৫

৯৭৭
মানবজীবন ক্ষণস্থায়ী আজন্মকাল বঞ্চনা
অন্তিমকাল সমাগত তাই কৃপা চাই এককণা।
কেবল তুমি, তুমিই পার ওই কোলটায় স্থান দিতে
চেয়েছি তো অল্প একটু তবুও কীসের জল্পনা।

৯৭৮
মনের যত গোপন কথা বড়দাদাকে বলতে নাই
কোথায় ভাইকে সাহস দেবে সেটি দেবার নেই বালাই।
ভুল করেছি কান ধরেছি আর করো না উপহাস
লোকালয়ে রইব না আর সোঁদরবনে এবার যাই।

৯৭৯
শুধু কী বাঘ-কুমির আছে মধুও আছে মৌচাকে
মধু খেয়ে মাতাল হব, তখন যদি কেউ ডাকে।
নদীর বুকে জাল ফেলে মাছ কাঁকড়া ধরতে নেই বাধা
বাঘের দেখা পেলেই বলব মের না এই ভাগনাকে।

৯৮০
ফুল ফুটেছে পড়বে ঝরে চটপট যাও কাননে
খুশির বার্তা শোনামাত্র উঠল তুফান তাঁর মনে।
অমনি ভ্রমর মেলল ডানা দিকনির্দেশ বাতাসে
ভাববিনিময় করবে এবার মিষ্টি মধুর গুঞ্জনে।

© অজিত কুমার কর