রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪২

৯৬৫
রাত পোহাবার আগেই ঝরে ফোটে যত শিউলিফুল
মালা গাঁথার কেউ কাছে নেই ভাবলে শুরু বক্ষশূল।
সাজিভরে কুড়াই আমি প্রতীক্ষা রোজ পথ চেয়ে
কোমল করের স্পর্শ পায় না দেখে চিত্ত হয় ব্যাকুল ।

৯৬৬
খোঁজ নিয়ে যায় রোজ দুবেলা হাজারো পাখপাখালি
ধানের বরন সবুজ এখন কখন হবে সোনালি?
মনক্যামেরায় ধরা পড়ে প্রতিদিনের এই ছবি
পাছে ওরা উড়ে পালায় তাইতো দিই না হাততালি।

৯৬৭
ইচ্ছে করে তোমার সাথে সাগরবুকে কাটাই রাত
জ্যোৎস্নাতে জল ঝিকিরমিকির তোমার হাতে আমার হাত।
ষোলো করা পূর্ণ হবে শোনাও যদি একটি গান
এমন সুযোগ মিলবে যবে যেন না হয় রাত প্রভাত।

৯৬৮
ডাক দিলেও দাও না সাড়া বিষণ্ণতায় দিন কাটে
অকপটে বলছি তোমায় অদর্শনে বুক ফাটে।
এই যে তোমায় ডাকছি এত শুনতে তুমি পাও না কী
পড়বে না কী চরণচিহ্ন জরাজীর্ণ এই বাটে?

© অজিত কুমার কর