রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪১
৯৬১
মায়ের কোনও জাত হয় না জাতের ঊর্ধ্বে সবসময়
সারাজীবন বজায় থাকে এই পরিচয় মিথ্যা নয়।
মা, সন্তানের অমূল্য ধন, সন্তানও মা'র চোখ-মণি
যেখানেই যাও মিলবে দেখা বিরাজমান জগৎময়।
৯৬২
রূপ দেখিয়ে ভোলাতে চাও কোনোমতেই ভুলব না
বটের পাতা তলায় আঁকে রৌদ্র-ছায়ার আলপনা।
গা-জুড়াব ছায়ায় বসে ক্লান্তি হবে তখন দূর
তাইতো আমি নিত্য করি বট-পাকুড়ের বন্দনা।
৯৬৩
ফুলকুঁড়িরা যখন ফোটে দেখতে থাকি নির্দিধায়
দেখেই আমি আনন্দ পাই কেউ বা সুখস্পর্শ চায়।
রাস্তা দিয়ে যখন হাঁটি খোলা রাখি চক্ষু-কান
প্রশ্বাসে সুগন্ধ টানি যুগলনয়ন মন ভরায়।
৯৬৪
প্রকৃতি দেয় উজাড় করে, মা কখনও নয় কৃপণ
পাতাও শেষে আনন্দ দেয় গা'য়ে লাগে রং যখন।
নৈসর্গিক ছবি দেখে সকল দুঃখ যাই ভুলে
ওটাই বাঁচার রসদ জোগায় নতুন লাগে এই ভুবন।
© অজিত কুমার কর