রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৪০
৯৫৭
আমি তো এক নগণ্য প্রাণ গর্ব করার কিছুই নেই
নদী আপন মনে ছোটে ছুঁতে চায় সে সাগরকেই।
হিমালয়ের কত শৃঙ্গ আকাশের কী নাগাল পায়
দাঁড়িয়ে আছি পাদদেশে দেখছি ওকে বিস্ময়েই।
৯৫৮
ফুলের জীবন ক্ষণস্থায়ী ঝরলে লুটায় ধূলির পর
অমরত্ব পায়নি মানুষ কোনও জীবই নয় অমর।
গন্ধ বিলায় আনন্দ দেয় এটাই হল ফুলের কাজ
কিন্তু মানুষ তা করে না যুদ্ধে রত পরস্পর।
৯৫৯
ফুলের ছবি যখন দেখি মহানন্দে যাই ভেসে
নাতিনাতনি ঘুমায় যখন ঠামির কোলে গা-ঘেঁষে।
দেখেই মেলে অনন্ত সুখ এমন ছবিই দেখতে চাই
দারিদ্র্যকে সাথি করেই কাটিয়ে দেব দিন হেসে।
৯৬০
সুবিশাল এই ভূমণ্ডলে আমি একটি তুচ্ছ প্রাণ
হিমালয়ের কাছে গেলে সম্মুখে পাই তার প্রমাণ।
গর্ব যদি চিত্তে জমে বিনাশ করো গিরিরাজ
মহাসাগর-জলপ্রপাত-অসীম আকাশ এ কার দান?
© অজিত কুমার কর