রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৮

৯৪৯
মন সঁপেছি একটি তারে পথের সাথি একতারা
দিনে সূর্য জোগায় আলো, রজনিতে লাখ তারা।
প্রকৃতি গান শোনায় আমায় বিমুগ্ধতায় তাই শুনি
কপোলে বেয়ে অশ্রু ঝরে বন্ধ হয় না সেই ধারা।

৯৫০
একা একা যায় না বাঁচা অন্তত এক সঙ্গী চাই
এটা আমার উপলব্ধি এর বিকল্প কিছুই নাই।
পাহাড়ে যাও সাগরে যাও নিঃসঙ্গতা করবে গ্রাস
প্রেমের বাঁধন শক্ত ভীষণ রইলে বঁধু স্বস্তি পাই।

৯৫১
দিন কেটে যায় রাত্রি নামে রাত ফুরোলে আবার ভোর
অনেকটা পথ পেরিয়ে এলাম তবুও চোখে আঁধার ঘোর।
কেমনতরো এই পৃথিবী সত্যিকারের মানুষ কই
পারে যাবার সময় হল বাঁচব আমি ক'মাস জোর।

৯৫২
আমার মা তো ভক্ত তোমার মায়ের মুখেও তোমার ছাপ
দেখলে হৃদয় জুড়িয়ে যেত উধাও হত মনস্তাপ।
মনমুকুরে আঁকা ছবি দুঃসময়ে যেই ভাসে
চোখজুড়ানো সেই হাসিমুখ কমায় আমার দুঃখ চাপ।

© অজিত কুমার কর