রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৭

৯৪৫
ফেলে আসা দিনের কথা ভাবলে জাগে শিহরন
বয়স একটু বেশি হলেও আজও খুবই সবুজ মন।
সারাটাদিন ব্যস্ত থাকি যাচ্ছি করে যা কাজ দাও
তেল ফুরোলে জানি জানি ফুরিয়ে যাবে এই জীবন।

৯৪৬
কেমন করে ভুলি বলো কিশোরবেলার খুনসুটি
মাঝেমধ্যে যেই টানতাম কানের ওপর লাল ঝুঁটি
অমনি রাগে ফোঁসফোঁসানি পড়ত ঝরে তৎক্ষণাৎ
কিলের জন্য উদ্যত হাত ভুলিনি সেই ভ্রূকুটি।

৯৪৭
যা আছে তা বিলিয়ে দিয়ে নিঃস্ব হলেই ছিঁড়বে টান
জোনাকিরাই পথ দেখাবে এগিয়ে যাবে ব্যাকুল প্রাণ।
সূর্য ডুবলে নামবে আঁধার ফুরোবে না আমার পথ
উষার আলোয় বিহঙ্গেরা শুনিয়ে যাবে আমায় গান।

৯৪৮
কিছুই দিতে পারিনি তাই গ্রাস করেছে শূন্যতা
সারাজীবন কেবল নিলাম ক্ষণে ক্ষণে দেয় ব্যথা।
মন আমাকে শাসানি দেয় 'হাতটা কেন পাতিস বল'
স্বীকার করি মনের কাছে আমার হীনমন্যতা।

© অজিত কুমার কর