রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৬
৯৪১
মেঘপরিরা খেলছে হোলি দেখবি যদি আয় রে আয়
সাতটি রঙের ছোপ পড়েছে সোনারবরন ওদের গা'য়।
দেখছি আমি দেখাতে চাই তাই দিয়েছি সবায় ডাক
গোধূলি যে ক্ষণস্থায়ী ক্ষণেক পরেই রং হারায়।
৯৪২
কপাট খোলার হয়নি সময় তাই শ্রীময়ীর প্রতীক্ষা
অন্তরালে নিচ্ছে বোধ হয় সহিষ্ণুতার পরীক্ষা।
কৃতকার্য হতেই হবে জানাবে তাঁর প্রার্থনা
এই ধরণীর সবার ওপর নিত্য চলে নিরীক্ষা।
৯৪৩
নিম্নচাপের ভ্রুকুটিতে আকাশের রং ফ্যাকাশে
মহামায়া গুনছে প্রহর পতিগৃহে কৈলাসে।
আমরাও তো গুনছি প্রহর কখন হবে আকাশ নীল
পিতৃপক্ষ শেষ হবে যেই বাজবে বাঁশি আকাশে।
৯৪৪
নীলকণ্ঠের ডাক শুনে আজ ঘুম ভেঙেছে কাকভোরে
তেমন আওয়াজ যায়নি কানে ছিলাম আমি বেশ ঘোরে।
ক্ষণেক পরে ডাকল আবার, এবার উঠি তৎক্ষণাৎ
মা এসেছে বসার জন্য পিঁড়ে দিলাম বের করে।
© অজিত কুমার কর