রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৪
৯৩৩
ক্ষণস্থায়ী প্রভাব সুখের, দুঃখ দ্রুত গ্রাস করে
ফুরোয় না ওর রাজত্বকাল ব্যথা জাগায় অন্তরে।
এজন্য তো আমরা দায়ী অমানবিক, নেই বিনয়
পরশ্রীকাতুরে মানুষ তাই হাসি নেই অধরে।
৯৩৪
কথার খেলাপ করেনি সে রেখেছে তাঁর অঙ্গীকার
বৃষ্টিস্নাত শ্রাবণদিনে সে যে প্রথম প্রেম আমার।
ওই দেখাতেই ভাববিনিময় হয়ে গেল মনের মিল
স্বর্ণচাঁপার পাচ্ছি সুবাস বড়ই মধুর চমৎকার।
৯৩৫
সাঁতার যদি না জানিস তো নামলি কেন সাগরে
এই কথাটা আগে কেন জানাসনি তোর নাগরে।
জানলে মহুলবনে যেতাম মজে যেতাম মাদলে
যাবি তো চল সময় আছে রাখব না আজ পা ঘরে।
৯৩৬
এ তো মায়ের অভিব্যক্তি লালিত সাধ যেই মেটে
শূন্য আকাশ দেখে দেখে গিয়েছে যার কাল কেটে।
মনে যে রং তুলিতেও তা অপূর্ব এক বর্ণালি
রেখে দিলাম মনমকুরে, যাবে না এ রং ঘেঁটে।
© অজিত কুমার কর