রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩৩
৯২৯
এই শ্রাবণের বরিষণে ধসে গেল মাটির ঘর
বল এবার দাঁড়াই কোথায় থেকো না সাঁই নিরুত্তর।
যা ছিল সব ভিজে গেছে খাদ্য বস্ত্র কিছুই নাই
এখন তুমি কোথায় প্রভু এদিকপানে দাও নজর।
৯৩০
অমন দুটি ডানা পেলে আমিও পারি উড়তে রে
দেহসৌষ্ঠব রূপলাবণ্যে যে কেউ হেরে যাবে রে।
ফিনফিনে নয় আমার দেহ ওতেই যত বিপত্তি
আমার মনোবাঞ্ছা পূরণ বল আর কবে হবে রে।
৯৩১
মায়ের স্নেহ মায়ের আদর অমূল্য ধন সন্তানের
ওরা সকল কাজেই দড় ভার সামলায় সংসারের।
ঘরে কিংবা বাইরে কোথাও যেতে ওরা পিছপা নয়
মাতৃহারা হলাম যেদিন, দিনটি ছিল শ্রাবণের।
৯৩২
প্রজাপতির মতোই এ মন হয়েছে মউ-পিয়াসী
ফুলে ফুলে বেড়ায় উড়ে যাপন খুবই বিলাসী।
আমি যে ওর সাথেই থাকি অনুসরণ নিরন্তর
বলি ওকে, 'সংযত হও', ও তখন হয় উদাসী।
© অজিত কুমার কর