রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৩১

৯২১
রোজ হাজারো প্রশ্ন জাগে পাইনি কোনও সদুত্তর
গোপন নথি পাচার করে, জ্বালায় যত দীনের ঘর।
কেন আব্রু লুন্ঠিত হয় গণতান্ত্রিক এই দেশে?
প্রশাসনের শীর্ষে যারা তাঁরাই দেখি নিরুত্তর।

৯২২
সাকি সাকি করলেই কী বাড়ায় সাকি দরাজ হাত
কী দিয়েছ, শুধুই চাওয়া, করবে কেন দৃষ্টিপাত?
আপন থালাই ভর্তি দেখি খাও তো বসে মুখ গুঁজে
মুখটা তুলে দেখ একবার পায়নি কারা, শূন্য পাত।

৯২৩
মাতৃহারা যেদিন হলাম হারিয়ে গেল সব আমার
শূন্য কুটির পূর্ণ করার জন্য কিছুই নেইকো আর।
কেউ খোঁজে না এখন আমায় আমি কোথায় করছি কী
বিদায়বেলায় করুণ ছবি উঠছে ভেসে বারংবার।

৯২৪
হাতি-ঘোড়া-নৌকাও নয়, দাবার ছকের পদাতিক
লড়াই করেও হার মেনে নিই চেষ্টা থাকে আন্তরিক।
তোমার হাতেই প্রাণভ্রমরা চাইছি তোমার আশীর্বাদ
তুমিই বল, কৃপা চেয়ে করছি ভুল না করছি ঠিক?

© অজিত কুমার কর