রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২২৮

৯০৯
রাই ছাড়া যে জীবন অচল বাঁধা প্রেমের বন্ধনে
চোখের আড়াল হলেই ডাকি হয়তো ব্যস্ত রন্ধনে।
ক্ষণেক পরে বলবে এসে, 'ডাকলে কেন বলবে তো'
তাকাই শুধু মুখের দিকে ও ফিরে যায় নন্দনে।

৯১০
মেঘ জমেছে ঈশানকোণে এবার বুঝি উঠবে ঝড়
মেঘবালিকা এলোচুলে রুদ্রবীণায় বোলায় ছড়।
বিরহিনী বেরিয়ে পড়ে আর প্রতীক্ষা নয় এখন
পথের মাঝেই মিলবে দেখা আপন জেদেই রয় অনড়।

৯১১
কী অপরাধ করার জন্য অন্যদিকে মুখ ফেরাও
আমাকে তা বলতে হবে করলাম তাই আজ ঘেরাও।
জলস্পর্শ করব না আর তুমি কী চাও মৃত্যু হোক
দেখব তুমি কেমন করে ঘরের বাইরে আজ বেরাও।

৯১২
দাউ দাউ দাউ জ্বলছে আগুন পেয়ালাতে দাও শরাব
দগ্ধ হচ্ছি পলে পলে হওনা দরাজ, নেই অভাব।
এত ভাবার কীই বা আছে ক'রো না আর পরীক্ষা
বঞ্চিতদের এমনি করেই নষ্ট হয়ে যায় স্বভাব।

© অজিত কুমার কর