রুবাইয়াৎ-ই-অজিত কুমার ২৭৭

১১০৫
আমাকে গান শেখায় ওরা ভুল করলেই খাই ধমক
সা রে বললে ধা রে  বলি, বলবে, 'নবিশ, নাবালক'।
মুখ বুজে সব সহ্য করি, গুরু ব্রহ্মা, মহেশ্বর
'ভয় কী তোমার শিখিয়ে দেব', শিল্পী হয় না আচানক।

১১০৬
পলাশ যেমন আপনি রাঙে তেমনি রাঙায় সবার মন
শিমুল-কুসুম-অশোক-জারুল বসন্তিকার সব বাহন।
আসছে উড়ে সমীরণে নিচ্ছি মেখে সেই আবির
ও প্রিয়তি কোথায় গেলে, ডাক দিয়েছে মহুলবন।

১১০৭
এই পৃথিবীর যত সম্পদ ওরাও সমান অংশীদার
মানুষ ভাবে তাদেরই সব কী গুণে এই অহংকার?
পশুপাখি কীটপতঙ্গ স্বাবলম্বী, মানুষ নয়
কপটতায় সেরার সেরা ওতেই প্রথম পুরষ্কার।

১১০৮
যেন আবার এমন করেই পরজন্মে তোমায় পাই
তোমায় পেয়ে তৃপ্ত আমি মর্ত্যভুমির রাই-কানাই।
রূপযৌবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী প্রেমিক-মন
ফাল্গুন মাস বসন্তকাল চল পলাশবনে যাই।

© অজিত কুমার কর