রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩১৪

১২৫৩
যখন তুমি নৃত্যরতা পড়লে হাওয়ার খপ্পরে
ও যে মহা শক্তিশালী নিয়ে গেল তাঁর ঘরে।
তোমাদের প্রেম উঠল জমে পরিণতি চমৎকার
সুরূপা দুই কন্যা পেয়ে খুশির বন্যা অন্তরে।

১২৫৪
আমায় দেখে ভয় পেয়েছ আমি মানুষ নয়কো শের
মুখোশ দিয়ে মুখটা ঢাকা ভয় ধরে যায় অনেকের।
গঙ্গা নদীর উৎস কোথায় বলছি শোনো এই গোমুখ
যখন তুমি রওনা দিলে পিছেই ছিলাম পাওনি টের।

১২৫৫
কার চিন্তায় বিভোর তুমি সহ্য করছ অশেষ ক্লেশ
পৌঁছে যাব আজ বিকেলে রথযাত্রা দিন বিশেষ।
যে উপহার দেব তোমায় দেখেই হবে বিস্মিত
পা দেব যেই ওই দুয়ারে প্রহর গোনা তখন শেষ।

১২৫৬
গ্রীষ্মকালে বিকেলবেলা মাঠেই পাতি গামছাটা
ঘরে আমার নেইকো পাখা ঘামে সপসপ এই গা-টা।
খোলা হাওয়ায় জুড়ায় পরান মেজাজও হয় ফুরফুরে
পড়ে আছে ধানের গোড়া মাঠের এখন বুক ফাটা।

© অজিত কুমার কর