রয়েই যাব ঋণী
অজিত কুমার কর
ফুটল আজই ফুল
তোমার পোঁতা শিউলি গাছে, এ চিত্ত ব্যাকুল।
গন্ধ পেলাম রাতদুপুরে
জানলা থেকে নয়কো দূরে
সকালসকাল হাজির হল মৌটুসি বুলবুল
হলুদ বোঁটায় শুভ্র বরন সৌন্দর্য অতুল।
শিউলি গেছে ঝরে
ফোটার পরে শেষ প্রহরে একটি দুটি করে।
রইলে তুমি গাঁথতে মালা
কুড়িয়েছি ফুল এক থালা
জলের উপর ভেসে আছে থালা টেবিল 'পরে
তোমার নামটি লিখে ফেলি বোঁটায় ধরে ধরে।
ওই রয়েছে কাছে
ও তো তোমার প্রতিনিধি বসছে পাখি গাছে।
পার নাকি আসতে ফিরে
কত স্মৃতি তোমায় ঘিরে
বলার মতো কত কথা মনেই জমে আছে
প্রকাশ করতে পারি না তা কেউ জেনে যায় পাছে।
কোথায় তুমি রাই
সুখে আছ জানলে আমি একটু স্বস্তি পাই।
ভেবে ভেবে কাটাচ্ছি দিন
শোধ হবে না আমার যা ঋণ
ঋণী হয়েই ফিরতে হবে শোধের উপায় নাই
শুধু একবার এসো কাছে তোমায় দেখতে চাই।
© অজিত কুমার কর