রং লাগালো আগুন
অজিত কুমার কর
রঙের পসরা নিয়ে এসেছে বসন্ত
তবে আর দেরি কেন নিজেরে রাঙাও
বসন্ত বিদায় নিলে হবে আপশোশ
তোমার পছন্দ লাল, তাই বেছে নাও।
পথের দুপাশজুড়ে কত ভাঁটফুল
থোকা থোকা ফুটে আছে প্রশ্বাসে সৌরভ
ডালে ডালে প্রস্ফুটিত শাল্মলি-কিংশুক
যেদিকে তাকাই দেখি অপূর্ব বৈভব।
যেই ভেসে আসে কানে কোকিলের ডাক
তখনি হৃদয় জুড়ে সুতীব্র জ্বলন
মাথার ওপরে সূর্য চরম ভ্রূকুটি
কুসুমের ছত্রছায়ে জুড়াক জীবন।
বসন্ত সবার মনে জ্বালায় আগুন
অস্থিরতা বৃদ্ধি পায় অপরাহ্ন হলে
মউ মউ সৌরভে পুলকিত মন
অসহনীয় যন্ত্রণা প্রেমের অনলে।
দূরে কোনও তরুশাখে বউ-কথা-কও
যদি ডাকে বারবার 'আয় কাছে আয়'
দক্ষিণা মৌসুমীবায়ু লাগায় প্রলেপ
নিঃসঙ্গতা গ্রাস করে গোধূলিবেলায়।
© অজিত কুমার কর