রং বদল
অজিত কুমার কর
পত্রের কাজ ফুরোবেই একদিন
কিছুই দেবার নেইকো তখন তার
মনরাঙানো সোনালি রং পায়
বৃক্ষমাতার এটাই উপহার।
ভূমন্ডলে কেউ তো অমর নয়
বাজবে যখন সমাপ্তি সংগীত
নিরবতা করবে তখন গ্রাস
প্রাণী-উদ্ভিদ পেয়ে যায় ইঙ্গিত।
কচিপাতায় ভরবে আবার ডাল
তরুর যেন প্রমত্ত যৌবন
শাখায় শাখায় পাখির কোলাহল
জয় করে নেয় ওরা হৃদয় মন।
সুখদুঃখ যেন দোসর ভাই
সর্বদা সুখ পাওয়া অসম্ভব
গর্বিত ঢেউ আবার নত হয়
এমন ছবি দেখছি আশৈশব।
© অজিত কুমার কর