রোজই কত স্বপ্ন দেখি
অজিত কুমার কর
জাগরণেও স্বপ্ন দেখে
কত কীর্তি গেছে রেখে
এগিয়ে যাবার পথ খুঁজে পায়
স্বপ্ন দেখে যারা
এভারেস্টও জয় করেছে
চেষ্টা করে তাঁরা।
চোখ বুজলেই স্বপ্ন দেখি
বল, দেখলে তোমরা কে কি
যারা স্বপ্ন দেখলে না ভাই
দেখার চেষ্টা করো
ভালো কিছু ভাবতে ভাবতে
রাত্রে শুয়ে পড়ো।
স্বপ্ন আমায় বাঁচতে শেখায়
যখন ভাসি মাঝদরিয়ায়
গ্রামকে চিনি, মাঠকে চিনি
নিরীক্ষা একমনে
কখনও বা পাহাড়ে তাই
আবার গভীর বনে।
স্বপ্ন দেখে রাত্রে জাগি
নবোদ্যমে কর্মে লাগি
আমার চেনা কালাম সাহেব
শক্তি জোগায় এসে
সাফল্য পাই হাতেনাতে
আনন্দে যাই ভেসে।
© অজিত কুমার কর