রোদের আশায়
অজিত কুমার কর
একটুকু রোদ পাবার আশায় যে মেয়েটি বসে থাকে
শীতের সকাল মেঘলা আকাশ কে দেবে রৌদ্র তাকে?
পাখিরা ভিজেছে সারারাত ধরে ওরাও আশায় ছিল
সকাল হতেই ঘনকালো মেঘ সূর্যকে ঢেকে দিল!
তবু ছাড়ে নীড় ডানা মেলে ওড়ে পড়ে থাকে শুধু ছানা
উড়তে পারলে ওরাও তখন মানত না কারও মানা।
তাই নিরুপায় বাসাতেই থাকে মা কখন ফিরে আসে
কিছু তো একটা পড়বেই পেটে প্রত্যহ প্রাতরাশে।
কাটা ধান মাঠে ভিজে গেছে সব ভেবে ভেবে সারা চাষি
রোদ না উঠলে শুকোবে না ধান হারিয়ে গিয়েছে হাসি।
নিম্নচাপের বিরূপ প্রভাবে আকাশের মুখ ভারী
বর্ষা বিদায় নিলেও এখন অকালে ঝরল বারি।
ঝিম মেরে বসে গঙ্গাফড়িং কাপড়মেলার তারে
অনীহা সত্বে সরতেই হল সে কী না বলতে পারে।
হেমন্তে কেন বৃষ্টি ঝরবে হয়ে গেল কত ক্ষতি
ক'জন বুঝবে চাষিভাইদের কী রকম দুর্গতি।
বৃষ্টি নামুক রৌদ্র উঠুক স্বস্তি আসুক প্রাণে
দোয়েল-কোয়েল-বউ-কথা-কও ভরে দিক গানে গানে।
ফিরে পাব তবে ঝকঝকে দিন গতিও আসবে কাজে
'কী এত ভাবছ, 'প্রিয়তমা বলে', ঠান্ডা বরফ চা যে'।
© অজিত কুমার কর