রেখো না পুতুল করে
অজিত কুমার কর
তোমার ইচ্ছাধীনেই আছি নাচতে বললে নাচি
তুমি চাইলে আসতে পারি প্রিয়ার কাছাকাছি।
তুমি থাক অন্তরালে পাই না তোমার দেখা
তোমার হাতের কারসাজিতে নৃত্য করি একা।
আমি যেন কলের পুতুল নির্দেশনায় চলি
লিখতে বললে লিখি আবার বলতে বললে বলি।
ঠিকমতো কাজ করছি কিনা নজর আমার দিকে
তুমি আছো বলেই আজও আছি ধরায় টিকে।
স্বাবলম্বী হওয়া থেকে করো না বঞ্চিত
কতটুকু বুদ্ধি আছে, তোমার সুবিদিত।
আপন বুদ্ধিবলে আমি কী কী করতে পারি
ওপর থেকে করতে পার তুমি নজরদারি।
আশাব্যঞ্জক ফল না হলে ভুল ধরিয়ে দিয়ো
অগ্রগতি হচ্ছে কিনা সেই পরীক্ষা নিয়ো।
জড়ের মতো জীবনযাপন চাই না আমি, জানো
অধীনস্থ করার জন্য কেন আমায় টানো।
© অজিত কুমার কর