রথযাত্রা
কবিরাজের পাঁচন খেয়ে কাটলো ওদের জ্বর
না হলে রথ চলতো না তাই চেষ্টা নিরন্তর।
ভক্তবৃন্দ টানছে কষে
তিনভাইবোন রথেই বসে
গুণ্ডিচাতে ওই দেখা যায় মাসীমণির ঘর।
ভোটের হাওয়া
ভোটের হাওয়া বড্ড গরম ঝলসে যাবে নরম গা
সূর্য যেমন আগুন ঝরায়ে তেমন ঝরায় 'লাউডগা'।
গামছা ঢাকা যায়না চেনা
ওরা দলের গোলাম কেনা
মেশিন-বোমা দুইই মজুত লাগলে মৃত্যু, হয় না ঘা।
© অজিত কুমার কর