রাস্তাঘাটে কত অসুর
পুজোর কদিন দুখ ভুলে যাই উড়ে বেড়ায় মন
মন্ডপে যাই ঠাকুর দেখি নিষ্পলক নয়ন।
দেবীর ত্রিশূল অসুর-বুকে
মাকে শুধাই মৌনমুখে
রাস্তাঘাটে কত অসুর কর মা দমন।
গোবেচারা
গোবেচারা মেধাবীরা বঞ্চনার শিকার
এ ঘটনা চিরকালীন দুঃখ অভাগার।
স্বজনপোষণ রক্তে মিশে
যোগ্য প্রার্থী হারায় দিশে
উদাহরণ ভূরি ভূরি জীবনটা ছারখার।
© অজিত কুমার কর