রক্তেভেজা আখরমালা

পাঁচ টাকাতে দুখানা বই কিনেই লোকে পড়বে
শহিদমাতার চোখের জলের মূল্য যারা বুঝবে।
ওদের রক্তে বর্ণ ভেজা
উন্নাসিকরা ভাবুক যে যা
আপন জীবন তুচ্ছ করে লড়াকুরাই লড়বে।


ফুটো কলশি

জলের মতোই বেরিয়ে গেল চাকুরি আর কুড়ি লাখ
কলশিটাতে ফুটো ছিল করেছে ওই দুষ্টু কাক।
শুনেই খুড়ি পগার পার
খুড়োর চোখে অন্ধকার
মুখ দেখাবে কেমন করে জ্বলে পুড়ে হচ্ছে খাক।

© অজিত কুমার কর