রাজাধিরাজ ওই আসে
অজিত কুমার কর
কার আগমন বার্তা পেয়ে
প্রকৃতির এই বিশেষ সাজ
মলিন পত্র পড়ছে ঝরে
নতুন পাতায় সাজলো আজ?
রঙিন ফুলে আচ্ছাদিত
চেরি গাছের ডালপালা
কাকে বরণ করার জন্য
এত রকম দ্বীপ জ্বালা?
পলাশ-শিমুল নেই পিছিয়ে
রঙের প্রলেপ রাস্তাতে
সাজ সাজ রব পড়েছে
সুষ্ঠুভাবে হয় যাতে।
মান্যবরের আপ্যায়নে
যেন না রয় কোথাও খুঁত
সজাগ দৃষ্টি তাই প্রকৃতির
তদারকে হাজার দূত।
ও রে এবার শঙ্খ বাজা
রাজাধিরাজ ওই আসে
মালা নিয়ে দাঁড়িয়ে আছে
কুসুম-জারুল দুই পাশে।
কোয়েলাও গান ধরেছে
ভেসে আসছে সুর কানে
রেড কার্পেট অভ্যর্থনা
ঋতুরাজের সম্মানে।
© অজিত কুমার কর