পীযূষ রায়ের নামডাক খুব
ঠিক থাকে না খাওয়ায়াওয়ার
চতুর্দিকে চষে বেড়ায়
ডাক আসে তার নিত্য যাওয়ার।
গরীব দুঃখী বাদ পড়ে না
সুস্থ করাই যে তার কাজ
যেটুকু দেয় তুষ্ট তাতেই
চিত্তটি তার বেশ দরাজ।
কে অশুচি কে বা শুচি
বাছবিচারের বালাই নাই
অতি যত্নে চিকিৎসা তার
রোগ বলে 'পালাই পালাই'।
মুচি-বউয়ের কঠিন ব্যামো
সারল সেবায় ডাক্তারের
ডাক এসেছে দু'ক্রোশ দূরে
স্পর্শকাতর ব্রাহ্মণের।
নাড়ি টিপে বুঝতে পারে
হয়েছে তার যক্ষারোগ
ভয় পেয়ো না চক্রবর্তী
কমিয়ে দেবো এ দুর্ভোগ।
এ'হাত দিয়ে ধরেছিলাম
মুচি-বউয়ের একটা হাত
গঙ্গাজলে ধুইতে হবে
খুইয়ে দিলে নিজের জাত।