প্রভাত
অজিত কুমার কর

কালিমা লুকালো মুখ এলো রে প্রভাত
নবীন অরুণ এসে বাড়িয়েছে হাত।
পাখিদের কাকলিতে ভরা চারিদিক
রাতের দুঃস্বপ্নগুলো ভাবায় অধিক।
শীতল সমীর বুকে জোগাল সাহস
নতুন উদ্যমে কাজ করি অনলস।
সময় কী থেমে রয় চলে অবিরাম
‘কর্ম করে যাও বন্ধু’ এর কত দাম।

মানুষ মরণশীল সকলেই জানে
চেতনা হারিয়ে ফেলে কুহেলিকা টানে।
হিংসায় উন্মত্ত ধরা চলে হানাহানি
মহামূল্য প্রাণ নিয়ে করে টানাটানি।
জগুক সবার চিত্তে প্রেম ভালোবাসা
মানুষের ধর্ম এক ভিন্ন হোক ভাষা।

© অজিত কুমার কর