প্রসাদ

এক চিমটে প্রসাদ পেয়ে হয়েছি উদ্দিপ্ত
লিমেরিকটা লিখে আমি হলাম পরিতৃপ্ত।
চিড়া-গুড়ের কতনা গুণ
উঠল ভরে শূন্য এ তূণ
রসেভরা কাব্য লেখায় আছি সদাই লিপ্ত।

হালচাল টালমাটাল

যাকনা দেশটা রসাতলে নেতার ভাষণ চটকদারি
বুভুক্ষাতে ধুঁকছে মানুষ বাড়ছে ধনীর অর্থ-গাড়ি।
চোর-ডাকাতে ছেয়ে গেছে
ঋণখেলাপি দেশ ছেড়েছে
তাদের টিকি ছোঁয়ার জো নেই অন্তরালে মস্তি ভারী।

© অজিত কুমার কর