প্রাণের প্রদীপ জ্বালে
অজিত কুমার কর
লুন্ঠিত সম্ভ্রম
হাসপাতালের সেমিনার হলে
কোথা গেল নরাধম?
চাই শাস্তি চরম
অনলস নারী চিকিৎসকের
মৃত্যু গভীর রাতে
বলে কিনা এটা আত্মহত্যা
দোষী পার পায় যাতে।
কার হাতে যাবে তদন্তভার
মানুষ তো চায় সঠিক বিচার
মর্মস্পর্শী এমন ঘটনা
শুনেই গা-ছমছম
লজ্জায় মাথা হেঁট হয়ে যায়
নর এত নির্মম!
এটাই নয় প্রথম
এমন ঘটনা চোখের আড়ালে
ঘটে চলে হরদম
প্রচারিত হয় কম
কত ডাক্তার প্রাণ হারিয়েছে
ধরাতে করোনাকালে
সুস্থ করাই ব্রত যে ওদের
প্রাণের প্রদীপ জ্বালে।
© অজিত কুমার কর