প্রসাদ দা

প্রসাদদাদা মানুষ ভালো নির্লোভ নির্লিপ্ত
সঙ্গ পেয়ে হলাম আমি বড়ই পরিতৃপ্ত।
শিলাবতীর পলির এ গুণ
অস্ত্রে পূর্ণ সর্বদা তূণ
দেশের ভালো কাজে দাদা সদাই থাকেন লিপ্ত।


বৃষ্টি এলেই ভিজতে হয়

বৃষ্টি এলেই ভিজতে বাধ্য তোমরা ভেজ শখ করে
পথেই চলে জীবনযাপন পথের ধারেই যাই মরে।
মাথার উপর ছাদ আছে যার
ভিজতে বড়ই আনন্দ তাঁর
সামাল দিতে হিমশিম খাই নালার পাইপের ঘরে।

© অজিত কুমার কর