পড়ল কদম হাতে
অজিত কুমার কর

দাঁড়িয়েছিলাম কদমতলায়
চমক আঁখিপাতে
দমকা বাতাস দোলা দিতেই
পড়ল কদম হাতে।

তাইনা দেখে একটি শিশুর
কান্না গেল থেমে
ধরিয়ে দিতেই ফুটল হাসি
স্বর্গ এল নেমে।

অনেকটা জল ঝরার পরে
মেজাজটা ফুরফুরে
বিষণ্ণতা কাটল মায়ের
খুশি হৃদয়জুড়ে।

আমিও ভাগ পেলাম খুশির
অমূল্য এই ধন
ভেজা কদম ফুলের গন্ধে
উঠল নেচে মন।

© অজিত কুমার কর