পোড়া কপাল

হায়রে এমন পোড়া কপাল বউ ওঠে রোজ দেরিতে
বাসন মেজে পান্তা খেয়ে তারপরে যাই মই দিতে।
দাঁত মেজে চা খাবে আগে
তারপরে কী খেয়াল জাগে
ফিরেই রান্না করতে হবে বাজবে তিনটা ঘড়িতে।

রূপসি বউ

কী ভাবি আর কী যে ঘটে সবই আমার ভাগ্যদোষ
জানি না সেই গুপ্ত মন্ত্র সাধ্য কী যে মানাই পোষ।
বাসন মাঝি মাঠেও খাটি
তুলতুলে বেশ বধূর গা'টি
আঁচের তাপও গা'য় লাগে না তাই সারাক্ষণ মেজাজ খোশ।

© অজিত কুমার কর