ফুলের মতোই হোক জীবন
অজিত কুমার কর
রূপের বড়াই করে না সে জয় করে মন সৌরভে
তারার মতো ওরা ফোটে
শ্রীময়ীরা চমকে ওঠে
কবরীতে বেলির মালা দেয় সৌরভ গৌরবে।
ঝাঁকড়া গাছে লক্ষ তারা নামল যেন ওই আকাশ
সমীরণের বদান্যতায়
ফুল ফুটেছে সংবাদ পায়
পতঙ্গদের আনাগোনা আকুল করে ওর সুবাস।
সমস্ত রং সাদার ভিতর প্রেমের পরশ পাপড়িতে
হরণ করে মনের ব্যথা
বাড়ায় মনের উদারতা
পুষ্প তো তাই সমস্ত গুণ উজাড় করে চায় দিতে।
ফুলের মতোই ফুটুক শিশু এই বাসনা বাবা-মা'র
এই ধরাতল স্বর্গ তখন
সুসম্প্রীতি অমূল্য ধন
কণ্ঠে ঝরুক সাম্যগীতি তখন ঝিলিক শুভ্রতার।
© অজিত কুমার কর