পাতায়ভরে রোদ পাঠাই
অজিত কুমার কর

রৌদ্র ধরে রাখছি আমি শালুক পাতায় ভরে
ব্যাগড়া দিত মেঘবালিকা নেইকো ধারেকাছে
এমন সুযোগ মিলবে না আর শীঘ্র আসে পাছে
তাই ফুরসত নেইকো এখন দরদর ঘাম ঝরে।

গঙ্গাজলের ব্যবসা করে হচ্ছে কোটিপতি
বোতলের গায় লেবেল লাগায় যত্ন সহকারে
অনলাইনে অর্ডার দিলেই পৌঁছে যাবে দ্বারে
রোদ পাঠাবো ঠান্ডা দেশে ওদের যা দুর্গতি।

আজ পাঠাবো সাইবেরিয়ায় সমস্ত মাল রেডি
অ্যামাজনেই মিলবে সবই বেঁধেছি গাঁটছড়া
চুক্তিমতো দিতে হবে বিশ টাকা শতকরা
দুটো প্যাকেট ফ্রিতে পাবে হলেই ক্রেতা লেডি।

একচেটিয়া ব্যবসা আমার নেইকো প্রতিযোগী
এভাবে পাঁচ বছর চললে বৃদ্ধি পাবে পুঁজি
হালহকিকত বোঝার জন্য চাইলে কেউ ঠিকুজি
জানিয়ে দেবো টপ সিক্রেট আমি ভুক্তভোগী।

ফুলেফেঁপে উঠছে ব্যবসা পেটেন্ট পেয়ে গেছি
কর্মচারীর সংখ্যা হাজার মাইনে পাচ্ছে ভালো
ওদের ঘরে বিনিপয়সায় পাঠাই আমি আলো
হিসেবনিকেশ করার জন্য এক সিএ রেখেছি।

© অজিত কুমার কর