পরকিয়া

এবার নানা বুঝুক ঠেলা 'পরকীয়া' কেনার দায়
তাকাবে না নানার পানে ধরেও যদি নানির পা'য়।
আর করেনি নানা বিয়া
এখন শুধুই পরকীয়া
বোরখাপরা এক রমনীর গায়ে নানির গন্ধ পায়!



ভুঁড়ির দোষ

নানা বলে কী দোষ আমার পাজি তো ওই ভুঁড়ি
আমার ওজন কুড়ি কিলো ভুড়ির একশো কুড়ি!
চলি আমি ভুঁড়ির পিছে,
বলছি না গো মোটেও মিছে
দোষ দিয়ো না আমায় তুমি ভুঁড়িই খোঁজে ছুঁড়ি।

© অজিত কুমার কর