পলাশবনে দুজনে
অজিত কুমার কর
এমন রঙিন ফাগুন মাসে এ মন তোমার সঙ্গ চায়
কিন্তু কোথাও পায় না খুঁজে অস্থিরতায় দিন কাটায়।
তোমার অনুকম্পা বিনা খুঁজে পাওয়া অসম্ভব
কীসের টানাপোড়েন এত বোঝা দুষ্কর অভিপ্রায়।
বসন্তকাল ফুরিয়ে যাবে নিলেই বিদায় চৈত্রমাস
তখন কিন্তু আমার সাথে তুমিও ফেলবে দীর্ঘ শ্বাস।
শুক্লপক্ষ চলছে এখন কদিন পরেই পূর্ণিমা
সারা ভারতবর্ষজুড়ে রাধাকৃষ্ণের চলবে রাস।
যেন বৃথা না যায় লগন ডাকছে শোনো পলাশবন
গোধূলিতে রাঙিয়ে নেব আমরা দুজন মন তখন।
ঠিকানাটা জানিয়ে দিলে পৌঁছে যাবে পক্ষীরাজ
তোমার কাছে এ মন সেদিন করব আমি সমর্পণ।
রাতের তারা সাক্ষী রবে বনের যত বিহঙ্গ
আমরা দুজন করব কূজন কেউই নয় নিঃসঙ্গ।
তুমি ছিলে কল্পলোকে পেয়ে যাব বাস্তবে
লাখো ঝিল্লি গান শোনাবে, অজস্র কীটপতঙ্গ।
বিধুমুখীর আলোয় চলবে অবলোকন ওই শ্রীমুখ
চোখের পলক পড়বে না আর নিকেশ হবে সকল দুখ।
মাথার উপর পড়বে ঝরে টুপ টুপ টুপ লালপলাশ
তুমি ছাড়া কে বা পারে দিতে আমায় অমন সুখ।
© অজিত কুমার কর