পক্ষী প্রিয়দর্শিনী
অজিত কুমার কর
পাখি বলল, 'একটা ছড়া দাওনা আমায় লিখে
সুর লাগিয়ে গাইব যখন তুমিও নিয়ো শিখে'
এই কথাটা বলেই পাখি কোথায় গেল উড়ে
কিন্তু আঁচড় কাটল আমার সারা হৃদয়জুড়ে।
নদীর তীরে বাড়ি আমার ওই তো সহচরি
ডুব দিতে সে বলল আমায় ভাসাও বুকে তরি।
আমিই তোমায় পৌঁছে দেবো বঙ্গোপসাগরে
মুক্তা-ঝিনুক তুলেই তুমি আসবে ফিরে ঘরে।
উৎস খুঁজে পাওয়ার আশায় দিলেম যখন পাড়ি
ঝরনা বলে আস্তে চল হাঁটছ তাড়াতাড়ি।
পথ বন্ধুর খাড়াই খুবই বিপদ প্রতি পদে
পৌঁছানো নয় সহজ ব্যাপার জল জমে কাঠ হ্রদে।
সেই পাখিটার দেখা পেলাম হিমালয়ের কোলে
কোথায় তুমি উড়াল দিলে আমায় লিখতে বলে?
এই ছড়াটাই দিচ্ছি তোমায় সুর লাগিয়ে গেয়ো
এখন কদিন হিমালয়েই, শুনিয়ে ফিরে যেয়ো।
ঠোঁটে নিয়েই মেলল ডানা মিশল আকাশ-নীলে
জানি না সে ফিরবে কবে গ্রামে সেই মঞ্জিলে।
পাহাড়-গায়ে ধাক্কা লেগে হচ্ছে প্রতিধ্বনি
কী অপূর্ব! এ যেন ঠিক সুধা সঞ্জীবনী।
© অজিত কুমার কর