খাটো বলে খেদ নেই
জান কীবা নাম তার?
চির যুবা মনোহর
তনুটির কী বাহার!
সৌষ্ঠবে সেরা তিনি
উন্নত দৃঢ় শির
নির্মল হাসিমুখ
সদাশয় অতি ধীর।
সকলের কাছে তিনি
দৃঢ়তার প্রতিরূপ
সৎ ভাব সৎ কথা
ঝরে সদা টুপটুপ।
নিষ্ঠার শেষ নেই
ফাঁকি নয় শুধু কাজ
পদকের সমারোহে
ঘর তাঁর ভরা আজ।
একশত চারে তিনি
ছেড়েছেন ধরাতল
সুখস্মৃতি অক্ষয়
ঝলমলে উজ্জ্বল ।