পদধ্বনি শুনি

কেমন করে লিখলে তুমি গুণী
আমি কেবল পদধ্বনি শুনি।
মুছবে না ওই চরণ চিহ্ন
পরমাত্মা এক অভিন্ন
বাতাস বলে ছাড়বো না এক্ষুনি।




অত্যাশ্চর্য দৃশ্য

এমন আশ্চর্য দৃশ্য কখনও দেখিনি
হিমানির স্রোতধারা যেন পল্লবিনী।
মনোহর অপরূপ
প্রকৃতির বিশ্বরূপ
দর্শনে হলাম ধন্য নীরব শিঞ্জিনী।

© অজিত কুমার কর