পাক মুক্তির আস্বাদ
অজিত কুমার কর
রেখো না পিঞ্জরে ওকে দাও ছেড়ে দাও
স্বাধীনতাহীনতায় দুঃসহ জীবন
অরণ্যে স্বাচ্ছন্দ্য কত যা কল্পনাতীত
খাঁচায় আবদ্ধ দেখে ভারাক্রান্ত মন।
চিড়িয়াখানায় কেন, থাক অটবিতে
কেন যে যন্ত্রণা দেয় পশুপাখিদের
আমার দুর্বোধ্য লাগে, অজানা উত্তর
কী দোষ করেছ ওরা, দোষ মানুষের।
জীবনরক্ষার স্বার্থে আপত্তি সঙ্গত
তা না হলে যেতে দাও যেথা অভিপ্রায়
দেখুক এ পৃথিবীকে প্রাকৃতিক দৃশ্য
এভারেস্ট শৃঙ্গে যাক, যাক নায়াগ্রায়।
শেখার সুযোগ দাও আপন শিশুকে
বরফ কতটা ঠান্ডা কত উষ্ণ ভাত
পরখ করুক নিজেই লাগুক উত্তাপ
জীবনসংগ্রামে কত ঘাত-প্রতিঘাত।
শৃঙ্খলিত মানুষের দুর্দশা কেমন,
দেখেছে মানবজাতি, যত কৃতদাস
মুক্তির আস্বাদ পেত মরণের পর।
কর শ্লাঘা বিসর্জন, ত্যাগ বদভ্যাস।
© অজিত কুমার কর