ওর চা আমার টা
অজিত কুমার কর

চা না খেলেও টি-টাইমে
টা-টা তো রোজ পাই
কী করে আজ ভুলে গেলে
কোথায় তুমি রাই?

সাড়াশব্দ পাচ্ছি না তো
বাজার গেল নাকি?
ফিরলে পায়ের শব্দ পাব
প্রতীক্ষাতেই থাকি।

এসেই বিরাট ফিরিস্তি দেয়
পেলাম কচি লাউ
কুচো চিংড়ি দুশো নিলাম
একটা বাটা ফাউ।

সিলিং ফ্যানটা ঘুরেই যাচ্ছে
চলছে বকবকম
আমায় বলার দেয়নি সুযোগ
অফুরন্ত দম।

যেই থেমেছে শুধাই ওকে
খাওনি তুমি চা?
চা করেছি, হয়নি খাওয়া
বলছি না মিছা।

বলল বড় ভুল হয়েছে
দিইনি তোমায় টা
আমাকে টা বাড়িয়ে দিয়ে
পান করে রাই চা।

© অজিত কুমার কর