ওই তো কবি যায়
কাঁধে ঝোলা হাতে বালা কবিতা আওড়ায়
দাড়ি ফ্রেঞ্চকাট দুবেলা রোজ শুঁড়িখানায় যায়।
কবি বলতে বাধ্য লোকে
সঞ্চয়িতা থেকেই টোকে
হোয়াটসঅ্যাপে ফেসবুকে রোজ ছবিও চিপকায়।
স্বপ্নভঙ্গ
কফিহাউস থেকে ফিরে যেই ধরেছি লেখনি
ঝাঁটা নিয়ে এলো তেড়ে গিন্নি আমার তখনি।
ঘুচিয়ে দেবো স্বপ্ন তোমার
দাঁড়িয়ে বলি যাব না আর
বল কী কাজ করতে হবে, 'বাজারে যাও এখনি'।
© অজিত কুমার কর