ওই নামল রথ
অজিত কুমার কর
শরৎ এলো তাই মেঘ রং বদলায়
খুশিতে ডগোমগো কাশফুল দোল খায়।
উমা আসবে বলে ব্যস্ততা চরমে
এ যে মহোৎসব ভেদাভেদ মুছে যায়।
কমেনি উষ্ণতা হাঁসফাঁস গরমে
তবুও হাসিটুকু ঠোঁটে ঠোঁটে শোভা পায়।
আলোর বেণু বাজে পাখিদের কলরব
ওরাও বুঝে গেছে সকলের উৎসব।
নিশীথে আঁখি মেলে রূপবতী শেফালি
দিয়েছে সারারাত জমা যত সৌরভ।
প্রাতে ঝরে না কেউ ঝরে পড়ে সে খালি
ভ্রমর বুঝল না এ ফুলের বৈভব।
নীলকণ্ঠ পাখি উড়ে এল দেখ ওই
কী বার্তা এনেছে কান পেতে বসে রই।
নূপুর-নিক্কন ভেসে আসে বাতাসে
মাত্র পাঁচদিন ঘোরাঘুরি হইচই
কোথাও দাগ নেই ঘন নীল আকাশে
মা এল বাজে শাঁখ আমার শঙ্খ কই।
© অজিত কুমার কর